ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সেনা মোতায়েন বেআইনি ঘোষণা

1756880654-af1d0bde6e92d852146576f8e5a928ac.webp
আনোয়ার হোসেন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও নৌবাহিনীর মেরিন সদস্য মোতায়েন করে ফেডারেল আইন ভঙ্গ করেছেন বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক।

সান ফ্রান্সিসকোর আদালতের এই রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়ায় স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ব্যবহার করতে পারবে না। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেপ্তার, তল্লাশি, জেরা, ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ বা তথ্যদাতার ভূমিকায় সেনারা কাজ করতে পারবে না। তবে ফেডারেল ভবন ও সম্পদ রক্ষায় সেনা ব্যবহার করা যাবে।

রায়টি মূলত পোসি কোমিটাটাস অ্যাক্ট নামে শত বছরেরও পুরোনো এক আইনকে ভিত্তি করে দেওয়া হয়েছে। এ আইনে বলা আছে, বিদ্রোহ বা গৃহযুদ্ধ ছাড়া সেনাদের দিয়ে বেসামরিক আইন প্রয়োগ করা যাবে না। আদালত জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ হলেও তা বিদ্রোহে রূপ নেয়নি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে সক্ষম ছিল।

বিচারক চার্লস ব্রেয়ার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসন সীমাহীনভাবে সেনা ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে, যা আইনটির উদ্দেশ্যকেই ব্যর্থ করে দিত। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট চাইলে ইনসারেকশন অ্যাক্ট (Insurrection Act—বিদ্রোহ দমনের জন্য বিশেষ আইন) ব্যবহার করতে পারতেন, কিন্তু ট্রাম্প তা করেননি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম আদালতে মামলা করেছিলেন। রায়ের পর তিনি বলেন, আদালত প্রমাণ করেছে, আমাদের রাস্তায় সেনা নামানো বেআইনি। তিনি আদালতে আবেদন করেছেন যেন লস অ্যাঞ্জেলেসে নির্বাচনের আগ পর্যন্ত অতিরিক্ত সেনা রাখার ট্রাম্পের আদেশও বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top