২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

1757181439-a7871330688ddc13e3581c23cd00a6e4.webp
আনোয়ার হোসেন

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। ইতিহাসে প্রথমবারের মতো এবারের আসরে লড়বে ৪৮টি দল। ইতিমধ্যে শেষ হয়েছে বেশ কয়েকটি মহাদেশীয় অঞ্চলের বাছাইপর্ব, আবার কিছু অঞ্চলে চলছে তীব্র লড়াই। তবে এ পর্যন্ত ১৭টি দেশ ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।

এশিয়া

এশিয়া থেকে ইতোমধ্যেই বিশ্বকাপে নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান ও ইরান। এছাড়া আরও দুটি দল সরাসরি যাবে, আর আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে একটি দল যোগ দেবে।

কনকাকাফ (উত্তর আমেরিকা)

আয়োজক দেশ হিসেবে সরাসরি জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এ অঞ্চলের বাকি দলগুলোর লড়াই নভেম্বর পর্যন্ত চলবে।

দক্ষিণ আমেরিকা (কনমেবল)

এই অঞ্চল থেকে ইতোমধ্যে বিশ্বকাপে নাম লিখিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ে। এর মধ্যে প্যারাগুয়ে ১৬ বছর পর ফিরল বিশ্বমঞ্চে। বাকি একটি দল আসবে ভেনেজুয়েলা ও বলিভিয়ার মধ্যে প্লে-অফ থেকে।

ওশেনিয়া

ওশেনিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

আফ্রিকা

আফ্রিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে শুধু মরক্কো। এখান থেকে আরও আটটি দল যাবে মূল আসরে।

ইউরোপ

ইউরোপীয় অঞ্চলে বাছাইপর্ব সদ্য শুরু হয়েছে। এবারের ফরম্যাটে ম্যাচ সংখ্যা কম হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই দলগুলো ধাপে ধাপে নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top