রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি স্বামী মোহাম্মদ আলীকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, তিন বছর আগে মোহাম্মদ আলী সঙ্গে তার স্ত্রীর বিয়ে হয়। এরপর থেকেই স্ত্রীকে প্রায় সময় মারধর করতেন তিনি। গত ২১ ফেব্রুয়ারি দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী কামারপাড়া গ্রামের জনৈক হরলালের ভুট্টাক্ষেত থেকে তার স্ত্রীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে ভুক্তভোগীর মা ফরিদা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ একটি দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে স্বামী মোহাম্মদ আলীকে সৈয়দপুর উপজেলার তেলিপাড়া বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।