সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?

1758050876-fd5101c3ea2d90a3a01a525a6782ed7c.webp
আনোয়ার হোসেন

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে নিজেদের আশা বাঁচিয়ে রাখল। টস জিতে আগে ব্যাট করে টাইগাররা ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে। ওপেনিংয়ে তানজিদ হাসান ঝড়ো ব্যাটিং করে ৩১ বলে ৫২ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছয়। সাইফ হাসান করেন ৩০ রান। মাঝে লিটন দাস দ্রুত ফিরে গেলেও (৯), তৌহিদ হৃদয় ২৬ রানের ঝলক দেখান। শেষ দিকে নুরুল হাসান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে ১৫৪ রানে পৌঁছে দেন। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ ও রশিদ খান দুটি করে উইকেট নেন।

রানের তাড়া শুরুতেই আফগানরা ধাক্কা খায়। ওপেনার সেদিকুল্লাহ আতাল (০) ও ইব্রাহিম জাদরান (৫) দ্রুত ফিরে গেলেও উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। মাঝে আজমাতউল্লাহ ওমরজাই ১৬ বলে ৩০ রান করে উত্তেজনা ফেরান। শেষ দিকে অধিনায়ক রশিদ খান ঝড়ো ২০ রান (১১ বলে) করলেও মুস্তাফিজুর রহমানের স্পেল আফগানদের আশা ভেঙে দেয়। শেষ ওভারে দরকার ছিল ২১ রান, নূর আহমেদ দুই ছক্কা হাঁকালেও শেষ পর্যন্ত টাসকিন আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফেরেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট, নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট, রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট ও টাসকিন আহমেদ ২ উইকেট নেন।

গ্রুপ বি পরিস্থিতি এখন পুরোপুরি খোলা। শ্রীলঙ্কা শীর্ষে আছে ৪ পয়েন্টে; বাংলাদেশ ও আফগানিস্তান দুটোই ২–২ পয়েন্টে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগান যদি জিততে পারে, তাহলে সুপার ফোরে উঠবে তারা; অন্যথায় শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিশ্চিত করবে। বাংলাদেশ নিজে আর ম্যাচ খেলবে না, তাই নেট রান রেট বড়ো নির্ণায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top