প্রথমবারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

prothomalo-bangla_2025-09-16_ey3ryo06_haniaheheofficial173134499434990978792872034892336762476.avif
আনোয়ার হোসেন

প্রথমবারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।একটি ভিডিও বার্তায় এই তারকা জানান, সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি।

ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে।’

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় তিনি। অভিনয় থেকে স্টাইল, সবখানেই তাঁকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়।

প্রেম, পারিশ্রমিক ও পড়াশোনা—হানিয়া আমিরকে কতটা জানেন
হানিয়া আমির
হানিয়া আমিরছবি: সানসিল্ক বাংলাদেশের সৌজন্যে

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’–এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন হানিয়া।

ঢাকায় আসছেন হানিয়া আমির

পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। তিনি ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন। তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top