আইসিসি র‍্যাঙ্কিংয়ে তানজিদ-জাকেরের উন্নতি

1758105906-7ee5448480f846020b9731212b562739.webp
আনোয়ার হোসেন

এশিয়া কাপে দারুণ ইনিংস খেলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। আফগানিস্তানের বিপক্ষে ৩১ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলার পুরস্কার হিসেবে চার ধাপ এগিয়ে এখন তিনি ব্যাটসম্যানদের তালিকায় ৩৫তম স্থানে।

হংকং ও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হলেও আফগানিস্তানের বিপক্ষে তানজিদের সেই ঝলক তাঁকে বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান করে তুলেছে। এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা অবস্থান থেকে তিনি এখন মাত্র পাঁচ ধাপ দূরে।

এদিকে, তিনটি ম্যাচ খেলে একবারও আউট না হওয়া জাকের আলির অবস্থানও উন্নত হয়েছে। টুর্নামেন্টে তার রান যথাক্রমে: ০*, ৪১* ও ১২*, ফলে তিনি তিন ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় এখন ৫৭তম স্থানে।

অন্যদিকে, অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন। আগের মতোই ৪৮ নম্বরে অবস্থান করছেন তাওহিদ হৃদয়। পারফরম্যান্সে ভাটা পড়ায় ৮ ধাপ পিছিয়ে পারভেজ হোসেন ইমন এখন ৭৫তম।

এশিয়া কাপে দুটি ম্যাচে তিন উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে পাঁচ ধাপ এগিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এখন তিনি বোলারদের মধ্যে ৪২তম স্থানে।

তবে অন্য বোলারদের জন্য র‍্যাঙ্কিং ছিল হতাশার। চার ধাপ পিছিয়ে মুস্তাফিজুর রহমান এখন ১৫তম, যদিও তিনিই এখন বাংলাদেশের শীর্ষ টি-টোয়েন্টি বোলার।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শেখ মেহেদি হাসান। তিনি ভারতের ওয়াশিংটন সুন্দারের সঙ্গে যৌথভাবে আছেন ৩৯তম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top