দুই লাল কার্ডের ম্যাচে চেলসিকে হারালো ম্যানইউ

1758430116-8785a7cdb14227a83d01ce0279892775.webp
আনোয়ার হোসেন

ইংলিশ প্রিমিয়ার লিগে লাল কার্ডময় এক ম্যাচে চেলসিকে ২-১ গোলের ব্যবধানে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন ম্যাচের পাঁচ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন চেলসির গোলরক্ষক। এরপর প্রথামার্ধের যোগ করা সময়ে একই পরিণতি ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরোর।

ম্যাচে প্রথমে ব্রুনো ফার্নান্দেজের গোলের পর ব্যবধান দ্বিগুন করেন ক্যাসেমিরো। শেষ দিকে চেলসির হয় এক গোল শোধ করেন ট্রিবোহ চালোবা।

আগের মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখে নতুন মৌসুমেও জিততে ভুলে যাওয়া ম্যান ইউর জন্য এই জয় বেশ স্বস্তির। পাঁচ ম্যাচে মৌসুমের দ্বিতীয় জয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয়ে আছে রুবেন আমোরিমের দল। অন্যদিকে সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে ছয় নম্বরে চেলসি।

ম্যান ইউর মাঠ ওল্ড ট্যাফোর্ডে শুরুতেই বড় ধাক্কা খায় চেলসি। সফরকারীদের গোলকিপার রবার্ত সানচেজ ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই লাল কার্ড দেখেন। ইউনাইটেড ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমোকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম লাল কার্ডের ঘটনা এটি। এরপর মাত্র সাত মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। বিরতির আট মিনিট আগে কাছ থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো।

দুই গোলের এই লিড নিয়ে ইউনাইটেড প্রথমার্ধ শেষ করলেও বিরতির ঠিক আগেই হোঁচট খেতে হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের একদম শেষ দিকে সান্তোসকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যাসেমিরো।

মাঠে ম্যান ইউর সঙ্গে সদস্য সংখ্যায় সমতা ফিরে পেয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় মারেস্কার চেলসি। তবে দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টায় বেশ দেরি করে ফেলে চেলসি।  ৮০ মিনিটে রিস জেমসের অ্যাসিস্ট থেকে চালোবা দুর্দান্ত এক হেডে ব্যবধান কমান। তবে দ্বিতীয় গোল আর পাওয়া হয়নি চেলসির। তাতে মৌসুমে অপরাজিত যাত্রাও থেমে গেল তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top