পরগাছার ওপর দাঁড়িয়ে শিকড়হীন রাজনীতি করছে জামায়াত : রনি

1758554625-870b44d6d8af3d03fd54577792f2ebea.webp
আনোয়ার হোসেন

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াতে ইসলামী শিকড়হীনভাবে রাজনীতি করছে, যেন একটি পরগাছা।

তিনি মন্তব্য করেন, রাজনীতিতে টিকে থাকতে হলে প্রয়োজন মাটি, আদর্শ ও জনগণের সঙ্গে দৃঢ় শিকড়ের সংযোগ। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতে ইসলামী কি আদৌ সেই শিকড় গড়তে পেরেছে? নাকি বরাবরই অন্য গাছের গায়ে ভর করে, সময় ও শরিক বদলে টিকে থাকার চেষ্টা করেছে?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গোলাম মাওলা রনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি জামায়াতকে তুলনা করেছেন পরগাছার সঙ্গে—যে গাছ নিজের শক্তিতে দাঁড়াতে পারে না, মাটির সংস্পর্শ পায় না বরং অন্য গাছ বা ভবনের গায়ে ভর করেই টিকে থাকে।

তার মতে, জামায়াতের রাজনীতি কখনোই নিজস্ব ভিত্তিতে দাঁড়ায়নি। তারা কখনো বিএনপির ছায়ায়, কখনো অন্য কোনো ইসলামী দলের পাশে, আবার কখনো কোনো গোপন শক্তির আশ্রয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে।’

জামায়াত প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ‘জীবনে কোনো পরগাছা গাছের মতো বড় হতে পারে না। কখনোই কোনো পরগাছা বংশবিস্তার করতে পারে না। অনেক বিল্ডিংয়ের ওপর পরগাছা জন্মায়, কিন্তু বিল্ডিংটি ধ্বংস হয়ে গেলেও সেই পরগাছা কখনো গাছ হয়ে উঠতে পারে না। কারণ সে কখনো মাটির সংস্পর্শ পায় না। অনেক বটগাছ বা বড় গাছের ওপরেও পরগাছা জন্মে, কিন্তু তারা সারা জীবন পরগাছা হিসেবেই থেকে যায়। তারা কখনো স্বতন্ত্র অস্তিত্ব অর্জন করতে পারে না, মাটির টান তারা পায় না।

এই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তাহলে দেখা যাবে—জামায়াত যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় তবে তাকে সেসব রাজনৈতিক দলের মতো হতে হবে, যারা ইসলামী কৃষ্টি ও সংস্কৃতিকে ভিত্তি করে ধাপে ধাপে আজকের অবস্থানে এসেছে। কিন্তু জামায়াত ঠিক উল্টো পথ বেছে নিয়েছে। তারা সামনে একটি ফ্রন্ট, পেছনে আরেকটি। তারা ভাবে, এটা এক ধরনের খেলা, কিন্তু ইতিহাস তা বলে না।’

তিনি বলেন, ‘আমি জামায়াতের অনেক সিনিয়র নেতার সঙ্গে চলাফেরা করেছি। কিন্তু তাদের জ্ঞান বা চিন্তার গভীরতা আমাকে কখনো মুগ্ধ করেনি। ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান খুব সীমিত আর কুরআন সম্পর্কে তাদের বোঝাপড়া আরো কম। অনেকেই খুব ভালো ওয়াজ করেন। অত্যন্ত জনপ্রিয় মানুষ পছন্দ করে, ভালোবাসে। কিন্তু যখন তাদের কথা শুনি তখন মনে হয় তারা প্রকৃতপক্ষে খুব কম জানেন এবং ভয়াবহ রকম কম জানেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top