কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড মারা গেছেন

dickie-bird.png
Pavel Khan

 

৯২ বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এবং জনপ্রিয় আম্পায়ার। 

বার্ড ৬৬ টেস্ট এবং ৬৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে তিনটি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার ছিলেন তিনি। আম্পায়ারিংয়ে নামার আগে ক্রিকেট খেলতেন বার্ড। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩ হাজারের ওপরে রান করেছেন। কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রেসিডেন্টও ছিলেন।

ইয়র্কশায়ার জানিয়েছে, পরিবারের সদস্যদের সান্নিধ্যে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘ডিকি’ বার্ড, ‘তিনি ক্রীড়াঙ্গনে মনুষ্যত্ব, ব্যক্তিত্ব ও আনন্দের উৎস রেখে গেছেন যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রত্যেকে এই মুহূর্তে ডিকির পরিবার এবং বন্ধুদের পাশে রয়েছে।

ক্লাবের সকলে তাকে মিস করবেন। এখানে তিনি অবিশ্বাস্য পরিমাণ সময় কাটিয়েছেন। তাকে ইয়র্কশায়ারের ইতিহাসের অন্যতম সম্মানজনক চরিত্র হিসেবে স্মরণ করা হবে।’ তার প্রকৃত নাম হ্যারল্ড বার্ড। তবে স্কুল জীবন থেকেই তাকে ‘ডিকি’ বার্ড নামে ডাকা হয়।

কারণ তার বাবা ছিলেন একজন কয়লাখনির শ্রমিক। পেশাদার ক্রিকেটেও তিনি ওই নামেই পরিচিত হয়ে ওঠেন। এমনকি শীর্ষ পর্যায়ে অসাধারণ সাফল্যের সঙ্গে আম্পায়ারিং করলেও তার ‘ডিকি’ ডাক নাম মুছে যায়নি। বরং ওই নামেই তিনি অধীক পরিচিত হয়ে ওঠেন।

আম্পায়ার হিসেবে ডিকি বার্ডের অভিষেক হয় ১৯৭৩ সালে। ১৯৯৬ সালে ৬৩ বছর বয়সে তিনি আম্পায়ারিং ক্যারিয়ারের সমাপ্তি টানেন। লর্ডসের ওই টেস্টটি ভারতের কিংবদন্তি দুই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের অভিষেক ম্যাচ হিসেবেও স্মরণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top