টেস্ট ক্রিকেট থেকে বিরতিতে আইয়ার

1758699371-8cedbd173b2de5e660c5a9d35dd660ee.webp
আনোয়ার হোসেন

ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে তিনি অনুরোধ করেছেন, যেন তাকে লাল বলের ক্রিকেট থেকে কিছুদিনের জন্য দূরে থাকার অনুমতি দেওয়া হয়, যাতে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে পারেন।

আইয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচের আগে হঠাৎ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার পর। ওই সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করছিলেন তিনি। লখনৌতে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি খেলার পর শারীরিক অস্বস্তি অনুভব করেন এবং এরপর বিসিসিআইয়ের ফিজিও ও কোচ ঋষিকেশ কানিতকরের সঙ্গে আলোচনা করেন। সেখান থেকে মুম্বই ফিরে যান তিনি।

আইয়ার ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন। যদিও তখন তিনি সফলভাবে সাদা বলের ক্রিকেটে ফিরেছিলেন, তবে লাল বলের ক্রিকেটে ধকল সামলানো তার জন্য এখনও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুলীপ ট্রফিতে খেলার সময়ই অস্বস্তি শুরু হয়েছিল, যা আরও প্রকট হয় অস্ট্রেলিয়া ‘এ’-এর বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে।

জানা গেছে, প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গেও এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শ্রেয়াস। এরপরই বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সাময়িক বিরতি চেয়ে নেন। বোর্ড সূত্রে জানানো হয়েছে, “শ্রেয়াস এখনই টেস্ট থেকে অবসর নিচ্ছে না। সে শুধুমাত্র ফিটনেসে মনোযোগ দিতে চায়। পুনরুদ্ধারের পর লাল বলের ক্রিকেটে ফিরবে।”

এই অবস্থায় আসন্ন ঘরোয়া মৌসুমে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও তাকে না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। শ্রেয়াস আইয়ার এখন পর্যন্ত ১৪টি টেস্ট ও ৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যার অধিকাংশেই প্রতিনিধিত্ব করেছেন মুম্বইয়ের হয়ে।

যদিও লাল বলের ফরম্যাটে সাময়িক বিরতির ঘোষণা এসেছে, শ্রেয়াস আইয়ার সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তিনি দলে ফিরবেন বলেই আশা করা হচ্ছে। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতেও দারুণ ফর্মে ছিলেন তিনি।

ভারত ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজে শ্রেয়াস আইয়ার থাকবেন, এমনটাই ধরে নিচ্ছে নির্বাচক প্যানেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top