মেহেরপুরে ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক

1758872287-ddbac6792a98673cf32000e4509a6361.webp
আনোয়ার হোসেন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে র‌্যাব-১২ অভিযান চালিয়ে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় সুমন আহম্মেদ সৌমিক (৩০) নামে এক যুবককে আটরেছে।

মেহেরপুর সিপিসি-৩ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গাংনী কাজিপুর সৌমিকের বাড়িতে শুটারগান ও গুলি রয়েছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে সৌমিকের বাড়িকে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কোম্পানি কমান্ডার আরও জানান, আটক সুমন আহম্মেদ সৌমিকের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক সুমন আহম্মেদ সৌমিক কাজিপুর গ্রামের বাদিয়াপাড়ার তাইজেল ইসলামের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top