টি-টোয়েন্টিতে ব্যাটিং র‌্যাংকিংয়ে ইতিহাস গড়লেন অভিষেক

1759314774-24e54ac4f2d4a6a2546d183eca83af24.webp
আনোয়ার হোসেন
টি-টোয়েন্টিতে ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে তিনি ভেঙেছেন প্রায় পাঁচ বছর ধরে টিকে থাকা রেকর্ড। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির পর তার রেটিং দাঁড়ায় ৯৩১ পয়েন্ট, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে, সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯ পয়েন্ট)।

মাত্র এক বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়েই ব্যাট হাতে দুর্দান্ত ভারতের এই ওপেনার। ২৫ বছর বয়সী এই ব্যাটার এশিয়া কাপে ৪৪.৮৫ গড়ে করেছেন ৩১৪ রান। পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

ব্যাটিং র‍্যাংকিংয়ে এখন দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে ৮২ পয়েন্ট এগিয়ে অভিষেক। ভারতের তিলক ভার্মা ২১৩ রান করে তৃতীয় স্থানে আছেন।

এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে এই তালিকায় উন্নতি হয়েছে বেশ কয়েকজনের। শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ২৬১ রান করে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ কুশল পেরেরা দুই ধাপ উঠে নবম, পাকিস্তানের সাহিবজাদা ফারহান ১১ ধাপ এগিয়ে ১৩তম এবং ভারতের সঞ্জু স্যামসন আট ধাপ উঠে ৩১তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী রয়ে গেছেন শীর্ষে। এশিয়া কাপে সাত উইকেট নেওয়ার পরও তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। ভারতের কুলদীপ যাদব নয় ধাপ এগিয়ে এখন ১২তম। পাকিস্তানের শাহীন আফ্রিদি ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ১৩তম স্থানে, আর বাংলাদেশের রিশাদ হোসেন ছয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন।

অলরাউন্ডারদের তালিকায় এসেছে বড় পরিবর্তন। চার ধাপ এগিয়ে ভারতের হার্দিক পান্ডিয়াকে হটিয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আট উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

পান্ডিয়া নেমে গেছেন দ্বিতীয় স্থানে, পিছিয়ে আছেন আট রেটিং পয়েন্টে। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ চার ধাপ এগিয়ে ১৩তম এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৩০তম স্থানে উঠে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top