‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’

1759507446-e06d061a77a7bde916b8a91163029d41.webp
আনোয়ার হোসেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেছেন, বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারলে স্কুলের কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, স্কুলজগতে ভালো ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার কোনো বিকল্প নেই। সেটাই হবে আমাদের আগামী দিনের কমিটমেন্ট ও প্রত্যাশা।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফাইনাল খেলায় দেবীনগর ফুটবল দল ১-০ গোলে শাহজাহানপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে।

পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন তাবিথ আউয়াল। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top