ভারতের আলোচিত শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের প্রতিষ্ঠান আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস-এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা অধিদফতর (DRI)।
বিষয়টি সরাসরি জানা দুটি সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি নথি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মার্চ মাসে আমদানিকৃত ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশে ৭৭ কোটি রুপি (প্রায় ৯ মিলিয়ন মার্কিন ডলার) শুল্ক ও কর এড়াতে ভুলভাবে শুল্কমুক্ত ঘোষণা করেছিল। তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি কাস্টমস আইন ইচ্ছাকৃতভাবে ভুলভাবে ব্যাখ্যা করে এ সুবিধা নিয়েছিল।
🏢 আদানি গ্রুপের প্রতিক্রিয়া
এক বিবৃতিতে আদানি গ্রুপ জানায়,
“কাস্টমস বিধির ব্যাখ্যার ভিত্তিতে রাজস্ব গোয়েন্দা অধিদফতর কিছু ব্যাখ্যা চেয়েছিল, এবং আমরা প্রয়োজনীয় নথিপত্রসহ তা প্রদান করেছি।”
📊 অর্থনৈতিক প্রভাব
সূত্র জানায়, আদানি ডিফেন্স ২০২৪-২৫ অর্থবছরে ৭৬ মিলিয়ন ডলার আয় করেছে। অভিযোগ অনুযায়ী, ফাঁকি দেওয়া অর্থ মোট আয়ের ১০ শতাংশের বেশি এবং লাভের প্রায় অর্ধেক।
তদন্ত চলাকালে আদানি কর্তৃপক্ষ আমদানিকৃত যন্ত্রাংশের ভুল শ্রেণিবিন্যাসের বিষয়টি স্বীকার করেছে, দাবি করেছেন এক সরকারি কর্মকর্তা। তবে আদানি গ্রুপ এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।
⚖️ সম্ভাব্য জরিমানা
এ ধরনের মামলায় সাধারণত প্রতিষ্ঠানকে ফাঁকিকৃত শুল্কের পুরো অঙ্কের পাশাপাশি ১০০ শতাংশ জরিমানা দিতে হয়। ফলে এ ক্ষেত্রে মোট অর্থের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৫৪ কোটি রুপি)।