নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, শরীয়তপুরে ৭ জেলের কারাদণ্ড

1759905628-c07793a1ec797ff31248935c113b6131.jpg
আনোয়ার হোসেন

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সাতজন জেলেকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল এ দণ্ডাদেশ প্রদান করেন।


🎣 অভিযানের বিবরণ

অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
এ সময় অনেক জেলে উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও সাতজনকে আটক করা সম্ভব হয়।


👥 দণ্ডপ্রাপ্ত জেলেদের পরিচয়

১️ শাকিল (১৮) — ভিমখিল গ্রাম, কুচাইপট্রি ইউনিয়ন
২️ খলিল (৩৫) — বসকাঠি গ্রাম, কুচাইপট্রি ইউনিয়ন
৩️ ছায়েদ হাওলদার (৪০) — চরশিমুলিয়া গ্রাম, ভাঙ্গা উপজেলা
৪️ জয়নাল আবেদিন মিজি (২৮) — চরশিমুলিয়া গ্রাম, কুচাইপট্রি ইউনিয়ন
৫️ আজাহারুল (২০) — ছৈয়ালপাড়া গ্রাম, কোদালপুর ইউনিয়ন
৬️ হারেজ সরদার (৩৫) — ছৈয়ালপাড়া গ্রাম, কোদালপুর ইউনিয়ন
৭️ টিটু সরদার (২০) — ছৈয়ালপাড়া গ্রাম, কোদালপুর ইউনিয়ন


🗣️ মৎস্য কর্মকর্তার বক্তব্য

শরীয়তপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন,

“প্রাকৃতিক সম্পদ ও ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”


📅 নিষেধাজ্ঞার সময়কাল

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন) সব ধরনের ইলিশ আহরণ, বিক্রয়, পরিবহন ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করেছে
এই সময়ে দেশের সকল নদী ও সমুদ্রে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।


📰 সূত্র: উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ, শরীয়তপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top