লং মার্চ টু শিক্ষা ভবন’ — রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

1760151581-d82319912041449cd31bdb7e7569d171.jpg
আনোয়ার হোসেন

রাখছেন নতুন কর্মসূচি — রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আগামী সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এই কর্মসূচির কথা জানান।

শিক্ষার্থীরা বলেন, “আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়া আশা ও আত্মত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া।” তারা দাবি করেছেন, বহু প্রতীক্ষিত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে; তা না হলে আন্দোলন আরও তীব্র হবে।

এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “২৪-২৫ এ যে আন্দোলন শুরু হয়েছে, সেটা শুধু দাবি নয় — এটা আমাদের অস্তিত্বের লড়াই। রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাসে এমন সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি। আমরা আমাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত।”

শিক্ষার্থীরা কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে লং মার্চ অনুষ্ঠিত করবে এবং সরাসরি শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি তাদের দাবিসমূহ উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

সংক্ষিপ্তভাবে কর্মসূচি:

  • কর্মসূচি: লং মার্চ টু শিক্ষা ভবন

  • তারিখ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

  • আয়োজক: রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা

  • প্রধান দাবি: অনতিবিলম্বে সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি ও শিক্ষাব্যবস্থার সংস্কার

  • লক্ষ্য: শান্তিপূর্ণ মিছিল ও শিক্ষার দাবিসমূহ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top