ভোলার ইলিশা এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের এক অসাধু সদস্যের বিরুদ্ধে।
শনিবার রাত ৮টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিকরা হলেন—
-
গ্লোবাল টেলিভিশনের অনিক আহমেদ
-
এশিয়ান টিভির মহিউদ্দিন
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, মা ইলিশ রক্ষা অভিযানের সংবাদ সংগ্রহের সময় কোস্টগার্ডের ওই সদস্য সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং পরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রতিক্রিয়া ও প্রতিবাদ
ঘটনার পর ভোলার স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং এটি মুক্ত সাংবাদিকতার জন্য একটি হুমকিস্বরূপ ঘটনা।
এদিকে ভোলা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী কোস্টগার্ড সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।