চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাগে পেয়েও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের নারী দল। বিতর্কিত আম্পায়ারিংয়ের খেসারত দিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালের আশা আরও জোরদার হতো। কিন্তু ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হার সেই স্বপ্নকে প্রায় শেষ করে দিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে আম্পায়ার বিতর্ক
দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সোবহানা মুস্তারীর ৬০ রানে ভর করে ১৭৮ রানে অলআউট হয় দল। তবে মারুফা আক্তার ও ফাহিমা খাতুনের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল নিগাররা।
শেষ পর্যন্ত হিদার নাইটের অপরাজিত ৭৯ রানে ৪ উইকেটে জিতে যায় ইংল্যান্ড—তবে ম্যাচে বিতর্কিত কয়েকটি আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন খেলোয়াড় ও সমর্থকেরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা
তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২২৭ রানে আটকে রাখে বাংলাদেশ। কিন্তু ২২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১২৭ রানে গুটিয়ে যায় নিগার বাহিনী।
ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন,
“আমরা স্বাভাবিক খেলা খেলতে চেয়েছিলাম, কিন্তু দল হিসেবে সেটা করতে পারিনি। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করছে, ব্যাটারদেরও এবার জ্বলে উঠতে হবে।”
প্রথম ম্যাচে ইতিহাস গড়েছিল বাংলাদেশ
টুর্নামেন্টের শুরুটা ছিল স্বপ্নময়। প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের টানা দুই ইনসুইংয়ে দুই ব্যাটার বোল্ড হয়ে যায়—যা ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দেয়।
অভিষেক ম্যাচে রুবাইয়া হায়দার ঝিলিকের ৫৪ রানের ইনিংস দলকে এনে দেয় আত্মবিশ্বাসী সূচনা।
আজ প্রোটিয়াদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ
আজ সোমবার ভারতের বিশাখাপত্তনমে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও পরের দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে ফর্মে ফিরেছে।
দুই দলই আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে, এবং সেমিফাইনালের আশায় টিকে থাকতে জয়ই একমাত্র বিকল্প।
পরিসংখ্যানের পাতায়
-
ওয়ানডেতে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা: ২১ ম্যাচে ৩ জয়, ১৮ হার
-
সর্বশেষ সিরিজ (২০২৩): দক্ষিণ আফ্রিকা জয়ী হয় ২–১ ব্যবধানে
আগামী ম্যাচ সূচি
বাংলাদেশের হাতে আছে আরও তিন ম্যাচ—
-
১৬ অক্টোবর: অস্ট্রেলিয়া (বিশাখাপত্তনম)
-
২০ অক্টোবর: শ্রীলঙ্কা (পাটিল)
-
২৬ অক্টোবর: ভারত (পাটিল)
নারী বিশ্বকাপের সেমিফাইনাল হবে ২৯ ও ৩০ অক্টোবর, আর ফাইনাল ২ নভেম্বর।