ঘানার বিশ্বকাপে মহাফিরতি: কুদুসের গোলে নিশ্চিত পঞ্চম বিশ্বযাত্রা

amarbholanews-ghana.jpg
আনোয়ার হোসেন

২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সে জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে ঘানা অবশেষে ফুটবল বিশ্বে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। রবিবার রাতে কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার এই চারবারের চ্যাম্পিয়ন দল।

ম্যাচের একমাত্র গোলটি করেন টটেনহ্যাম তারকা মোহাম্মদ কুদুস, দ্বিতীয়ার্ধে থমাস পার্টের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশে। এই জয়ের ফলে ঘানা ‘গ্রুপ আই’-এ ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ালিফায়ার শেষ করে।

এর মাধ্যমে আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়ার পর পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা।

প্রথমার্ধে নিরুত্তাপ ফুটবল খেললেও বিরতির পর আগ্রাসী হয়ে ওঠে ওটো অ্যাডোর শিষ্যরা। আগের দুইবার মুখোমুখি লড়াইয়ে কোমোরোসের কাছে হারলেও এবার ঘুরে দাঁড়িয়েছে ‘ব্ল্যাক স্টার্স’।

২০২৪ সালের নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশন্সে ব্যর্থতার পর দেশজুড়ে যখন কোচ ওটো অ্যাডোর পদত্যাগের দাবি উঠেছিল, তখনই দৃঢ়ভাবে দাঁড়ান তিনি। তার নেতৃত্বেই ঘানা আবারও প্রমাণ করল—অধ্যবসায় ও টিমওয়ার্কের মাধ্যমে ঘুরে দাঁড়ানো সম্ভব।

এই অভিযানে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জর্ডান আয়ু, যিনি পুরো বাছাইপর্বে ৭ গোল করে দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

২০২৬ বিশ্বকাপ হবে ঘানার পঞ্চম বিশ্ব আসর, যেখানে তারা প্রথম অংশ নেয় ২০০৬ সালে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে (২০১০) কোয়ার্টার ফাইনালে উঠে দেশটির ফুটবল ইতিহাসে তৈরি করেছিল সোনালি অধ্যায়—যার নায়ক ছিলেন আসামোয়া গিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top