কুড়িগ্রামে অবৈধভাবে প্রবেশকালে ১১ রোহিঙ্গা আটক

Jakir-Naye-poster-Recoveredrohinga.jpg
আনোয়ার হোসেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ছয়টার দিকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১) ও তাঁদের আড়াই বছর বয়সী শিশু, একই ক্যাম্পের শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালী ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), ইমান আলী ওরফে ইসমাইল আজাদ (৪৮) এবং ৯, ৭ ও ৬ বছর বয়সী তিনটি শিশু।

বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে সোনাহাট-কচাকাটা সড়কের পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহল দল তাঁদের আটক করে। পরে সোনাহাট বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, প্রায় আট বছর আগে তাঁরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি তাঁরা হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকা থেকে ফেরার পথে সীমান্তে ধরা পড়েন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,

“বিজিবি আটক ১১ জন রোহিঙ্গাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তথ্য যাচাই-বাছাই শেষে তাঁদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।”

📍 উৎস: স্থানীয় প্রশাসন ও বিজিবি সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top