ঘুষকাণ্ডে গ্রেপ্তার পাঞ্জাবের ডিআইজি, সিবিআইয়ের হাতে ৫ কোটি রুপি ও বিলাসবহুল সম্পদ উদ্ধার

India-Recovered.jpg
আনোয়ার হোসেন

ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) পাঞ্জাবের রূপনগর রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে কর্মরত এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা হরচরণ সিং ভুল্লারকে ঘুষের অভিযোগে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ কোটি রুপি নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি, দামি গয়না ও হাতঘড়িসহ বিপুল অবৈধ সম্পত্তি।

🔍 ঘুষকাণ্ড ও গ্রেপ্তার অভিযান

২০০৯ ব্যাচের আইপিএস কর্মকর্তা ডিআইজি হরচরণ সিং ভুল্লারকে তাঁর কথিত মধ্যস্থতাকারী কৃষ্ণ নামের এক ব্যক্তিসহ গ্রেপ্তার করা হয়। অভিযোগ—ডিআইজি এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ফৌজদারি মামলা ‘মিটমাট’ করতে ঘুষ দাবি করছিলেন এবং নিয়মিত মাসিক চাঁদা আদায় করতেন।

পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার আকাশ বাট্টা নামের এক ভাঙারি ব্যবসায়ী সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনি জানান, ডিআইজি ভুল্লার তাঁর কাছে আট লাখ রুপি ঘুষ দাবি করেন এবং না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

সিবিআই অভিযোগ যাচাই করে চণ্ডীগড়ের সেক্টর–২১ এলাকায় ফাঁদ পাতে। বৃহস্পতিবার বিকেলে অভিযানের সময় কৃষ্ণকে অভিযোগকারীর কাছ থেকে ৮ লাখ রুপি ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়। পরে ফোনে ডিআইজি ভুল্লার ঘুষের অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন, যা রেকর্ড করা হয়। এরপরই সিবিআই দল তাঁকে মোহালির অফিস থেকে গ্রেপ্তার করে

🏠 তল্লাশি ও উদ্ধার অভিযান

গ্রেপ্তারের পর সিবিআই পাঞ্জাবের রূপনগর, মোহালি ও চণ্ডীগড়ে একযোগে তল্লাশি চালায়। এতে উদ্ধার হয়—

  • 💰 ৫ কোটি রুপি নগদ অর্থ

  • 💎 দেড় কেজি সোনা ও মূল্যবান গয়না

  • 🚗 মার্সিডিজ ও অডি গাড়ি

  • ২২টি দামি হাতঘড়ি

  • 🔫 আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ (ডাবল ব্যারেল শটগান, পিস্তল, রিভলবার, এয়ারগান)

  • 🍾 ৪০ লিটার আমদানি করা মদ

  • 📜 স্থাবর সম্পত্তির একাধিক নথি ও ব্যাংক ডকুমেন্টস

কৃষ্ণর বাড়িতেও অভিযান চালিয়ে অতিরিক্ত ২১ লাখ রুপি উদ্ধার করেছে সিবিআই।

⚖️ বিতর্কিত কর্মজীবন

হরচরণ সিং ভুল্লার ২০০৯ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি এর আগে পাতিয়ালা রেঞ্জের ডিআইজি, ভিজিল্যান্স ব্যুরোর যুগ্ম পরিচালক, এবং মোহালি, সাঙ্গরুর, হোশিয়ারপুরসহ একাধিক জেলার এসএসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালে তিনি শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাজিঠিয়ার বিরুদ্ধে আলোচিত মাদক পাচার মামলার তদন্ত দলের নেতৃত্ব দেন। এছাড়া পাঞ্জাব সরকারের ‘যুদ্ধ নশিয়ান বিরুদ্ধ’ মাদকবিরোধী অভিযানের অন্যতম মুখ ছিলেন তিনি।

বর্তমানে তিনি পাঞ্জাবের সাবেক ডিজিপি এম এস ভুল্লারের ছেলে হিসেবে নতুন করে আলোচনায় এসেছেন—তবে এবার নেতিবাচক কারণে।

📰 সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top