জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে শেরেবাংলা নগর থানায় এ মামলা করা হয়, যেখানে অজ্ঞাতপরিচয় ৯০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি জানান, সংসদ ভবন সংরক্ষিত এলাকা। সেখানে জোরপূর্বক প্রবেশ, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে সংসদ ভবনের সামনে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল ব্যক্তি বিক্ষোভ শুরু করে এবং সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেয়। পুলিশের অনুরোধ সত্ত্বেও তারা না সরলে লাঠিচার্জের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়।
পরে শুক্রবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা পুলিশের বাস ও গাড়ি ভাঙচুর করে এবং সড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে আগুন দেয়। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষের পর বিকেলে পরিস্থিতি শান্ত হয়।