শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্ত হবে: পরিবেশ উপদেষ্টা

1760867381-1db82b8ec457774967ad514d718ca530.webp
আনোয়ার হোসেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

“এখন একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং সেগুলো অনেক ক্ষেত্রেই বড় ধরনের। সরকার প্রতিটি অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। বিমানবন্দরের অগ্নিকাণ্ডেরও তদন্ত হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নে নির্বাচনের সময় নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,

“নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। নির্বাচন কমিশনকেও সেই বার্তা দেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দল যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন,

“নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা ও বিতর্ক হয়, এটা স্বাভাবিক। কোনো আসনের পুনর্বিন্যাস বা সীমানা বাড়ানো হলে সেটি নিয়েও মামলা হয়। কিন্তু এর জন্য নির্বাচন বানচাল হয়ে যাবে, এমন নয়। এসবই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।”

তিনি উল্লেখ করেন, পূর্বের অগ্নিকাণ্ডগুলোর মতো বিমানবন্দরের ঘটনারও স্বচ্ছ তদন্ত করা হবে, এবং সরকারের প্রতিটি তদন্তের লক্ষ্যই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top