সব জল্পনার অবসান—নির্বাচনে আসছেন খালেদা জিয়া, প্রার্থী তারেক রহমানও

prothomalo-bangla_2024-08-06_xjb0cdcy_Khaleda-Zia.webp
আনোয়ার হোসেন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী হবেন।
অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া-৬ আসনে

সোমবার বিকেলে বিএনপি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। এতে দলের দুই শীর্ষ নেতার অংশগ্রহণ নিশ্চিত হয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে


🔹 অসুস্থতা সত্ত্বেও নির্বাচনে খালেদা

দলীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে খালেদা জিয়ার প্রার্থী হওয়া নিয়ে দলে সংশয় ছিল। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাদের অনুরোধে তিনি নির্বাচনে নেতৃত্ব দিতে রাজি হন
দলের নেতা-কর্মীদের মধ্যে এখন নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছে।


🔹 বিএনপির শীর্ষ পর্যায়ের প্রার্থীরা

ঘোষিত তালিকায় বিএনপির স্থায়ী কমিটির ১২ জন সদস্যও রয়েছেন।
তাদের মধ্যে আছেন—

  • খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১)

  • মির্জা আব্বাস (ঢাকা-৮)

  • গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)

  • আবদুল মঈন খান (নরসিংদী-২)

  • আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০)

  • ইকবাল হাসান মাহমুদ (সিরাজগঞ্জ-২)

  • সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১)

  • হাফিজ উদ্দিন আহমদ (ভোলা-৩)

  • এ জেড এম জাহিদ হোসেন (দিনাজপুর-১)

স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতা জমির উদ্দিন সরকার, সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান এবার নির্বাচন করছেন না। তবে জমির উদ্দিন সরকারের পঞ্চগড়-১ আসনে তাঁর ছেলে মোহাম্মদ নওশাদ জমিরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।


🔹 নতুন মুখ ও নারী প্রার্থী

ঘোষিত তালিকায় ১০ জন নারী প্রার্থী রয়েছেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য—
খালেদা জিয়া (ফেনী-১), শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২), তাহসিনা রুশদীর (সিলেট-২), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ঝালকাঠি-২), সাবিরা সুলতানা (যশোর-২) এবং সানজিদা ইসলাম (ঢাকা-১৪)

ঢাকা-১৪ আসনে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন “মায়ের ডাক”-এর সংগঠক সানজিদা ইসলাম (তুলি) মনোনীত হয়েছেন।


🔹 প্রার্থী তালিকায় আলোচনায় ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু

বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রার্থী হয়েছেন ফেনী-৩ আসনে
তিনি বলেন, “জীবনে প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি। দল আমার ওপর আস্থা রেখেছে, আমি কৃতজ্ঞ।”


🔹 সমঝোতার জন্য কিছু আসন ফাঁকা

ঢাকার ২০টি আসনের মধ্যে বিএনপি ১৩টিতে প্রার্থী ঘোষণা করেছে, বাকি ৭টি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে।
সূত্র বলছে, এসব আসন জোট ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতার জন্য সংরক্ষিত থাকতে পারে।


🔹 মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

মাদারীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা নিয়ে রাতে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীরা।
একইভাবে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও মনোনয়ন না পাওয়ায় কিছু নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন।


🔹 নির্বাচন ফেব্রুয়ারিতে

সরকারি ঘোষণায় অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিসেম্বরের শুরুর দিকেই তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।


🔹 বিএনপির বক্তব্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,

“বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে অংশ নিয়ে আমরা সেই অধিকার ফিরিয়ে আনতে চাই। বিএনপির প্রার্থী ঘোষণা ভোটের উৎসবমুখর পরিবেশের সূচনা করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top