বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যারা

905c5acf6704b16aa1269a191a6ed74c4b0c82744c84465a.jpg
আনোয়ার হোসেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, কাতারের আমিরের বিমান কাতার এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়াকে নেওয়ার জন্য প্রস্তুত।
চিকিৎসকদের চূড়ান্ত সম্মতি পেলেই বিমানটি বাংলাদেশে পৌঁছাবে।

লন্ডনে যাচ্ছেন মোট ১৪ জন সফরসঙ্গী

চিকিৎসক, পরিবারের সদস্য ও দলের দায়িত্বশীল ব্যক্তিসহ মোট ১৪ জন সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাচ্ছেন। তারা হলেন—

পরিবারের পক্ষ থেকে

  • সায়েদা শমীলা রহমান — খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী

চিকিৎসক দল

  • প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন

  • ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী

  • ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী

  • ডা. শাহাবুদ্দীন তালুকদার

  • ডা. নুরুদ্দীন আহমদ

  • ডা. জাফর ইকবাল

  • ডা. মোহাম্মদ আল মামুন

অন্যান্য সফরসঙ্গী

  • হাসান শাহরিয়ার ইকবাল

  • সৈয়দ শামীন মাহফুজ

  • আব্দুল হাই মল্লিক

  • মাসুদার রহমান

  • ফাতেমা বেগম

  • রুপা শিকদার

দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা ও আরও নানা জটিলতায় ভুগছেন।
২০২৩ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান।
পরবর্তীতে ২০২৪ সালের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে অবস্থান করে ৬ মে দেশে ফেরেন।

সবশেষ গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং গত ১২ দিন ধরে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে—তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top