পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার রায় নিয়ে আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি

1765171198-305d5085485488adcbc61e976a44595e.webp
আনোয়ার হোসেন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দাখিল করা আপিলের শুনানি আজ সোমবার (৮ ডিসেম্বর) আপিল বিভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ–এর নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ শুনানি নেবে।

🔹 আগের দিনও চলেছে শুনানি

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এ আপিলের শুনানি হয়।
আপিলকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক

🔹 আপিলের অনুমতি দিয়েছিল আপিল বিভাগ

এর আগে গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই এ অনুমতি দেওয়া হয়।

🔹 আজকের শুনানিতে গুরুত্ব

আজকের শুনানিতে পঞ্চদশ সংশোধনী বাতিলের আইনগত ভিত্তি, জনগণের ভোটাধিকার, সাংবিধানিক ব্যাখ্যা ও তত্ত্বাবধায়ক ব্যবস্থার বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top