বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি ভালো আর সব খারাপ— এমন মানসিকতা গত ১৬ বছর ধরে দেশের ওপর চাপিয়ে রাখা হয়েছে। দুঃখজনক হলেও ৫ আগস্টের পরও সেই চিন্তাধারায় তেমন পরিবর্তন আসেনি। এটি পরিবর্তন করা অত্যন্ত জরুরি।’
সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব বলেন।
🔹 জবাবদিহিতা ছাড়া কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না
তারেক রহমান বলেন,
‘যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়েছি, তার মূল কারণ ছিল জবাবদিহিতার অভাব। মানুষ বাঁচলো কি মরলো— শাসকদের কোনো দায় ছিল না। গণতন্ত্রে ভিন্নমত থাকবে, কথা বলার অধিকার থাকবে। কিন্তু একজন ভালো আর বাকিরা খারাপ— এটি কখনোই কাম্য নয়।’
তিনি আরও বলেন,
‘এই ধারণা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারই কেবল জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।’
🔹 ৫ আগস্টের আন্দোলনের “মাস্টারমাইন্ড” জনগণ
তারেক রহমান বলেন,
‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়— এ দেশের সাধারণ মানুষ। গৃহবধূ, মুদি দোকানদার, রিকশাচালক, সিএনজি চালক, বাসের হেলপার, ছাত্র, মাদ্রাসা–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী— সবাই মিলে সেই আন্দোলন তৈরি হয়েছে। এমনকি ছোট শিশুরাও রাস্তায় ছিল— যাদের মধ্যে ৬৩ জন শিশু প্রাণ হারিয়েছে।’




