একাত্তরের স্বাধীনতাবিরোধীরা চায় দেশ বিপাকে পড়ুক: মির্জা আব্বাস

1765864467-3d24a996338a307df404b58d35172f49.webp
আনোয়ার হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একাত্তরের স্বাধীনতাবিরোধীরা চায় দেশ অস্থিতিশীল হোক এবং বিপাকে পড়ুক। তারা অতীতেও দেশের শান্তি চায়নি, এখনও চায় না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন,

“স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত কখনোই দেশের কল্যাণ কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। নানা কৌশলে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্ত পরিবেশ তৈরি করতে চায়।”

মির্জা আব্বাস আরও বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে জামায়াতে ইসলামি মুক্তিযোদ্ধাদের চরম অবমাননা করেছে

সামনে জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,

“এবারের বিজয় দিবস এক ভিন্ন বাস্তবতায় এসেছে। সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।”

তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর যে আশা ও স্বপ্ন নিয়ে দেশ গড়ার প্রত্যাশা ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা ভেঙে দিয়েছে। আসন্ন নির্বাচনে জনগণ এমন একটি দলকে নির্বাচিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে দাঁড় করানোর বিষয়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন,

“৭১ এবং ২৪—দুটি ঘটনা তাদের নিজ নিজ অবস্থানে সমহিমায় বিরাজমান। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না, তা সম্ভবও নয়।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top