ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে নাজিরহাট ঝংকার মোড়ে এ সমাবেশ আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ফটিকছড়ি উপজেলা শাখা। সমাবেশ এলাকা ভারতীয় আধিপত্যবিরোধী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে।
মুফতি মুহাম্মদ বাবুনগরীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আমির আল্লামা আইয়ুব বাবুনগরী।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দিন দৌলতপুরী, মাওলানা ইউনুস, মুফতি মামুন, মাওলানা ওসমান শাহনগরী, সমন্বয়ক মোহাম্মদ হাসান রাশেদ, সুমন, মাওলানা কামাল, মাওলানা তারেক, মাওলানা ইসমাঈল, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রহমত উল্লাহসহ আরও অনেকে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।




