নিলামের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

1768189383-6156d1a85fb38c3dd1c77e3ec857a21c.webp
আনোয়ার হোসেন

মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে ৮১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার একাধিক নিলামের মাধ্যমে ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে।

২০২৬ সালের জানুয়ারি মাসে মোট ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেনা হয়েছে মোট ৩ হাজার ৮৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top