নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত

1768647218-2b6c6bf99a6c3e6638768d4b6e6b3fa7.jpg
আনোয়ার হোসেন

পটুয়াখালী জেলায় দুটি উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে নির্বাচনি প্রচারণা না চালিয়ে দলের বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বরাবরে এ নির্দেশের একটি চিঠি পাঠানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে মর্মেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠির অনুলিপি বিভাগীয় নেতৃবৃন্দকেও দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী না দিয়ে জোটবদ্ধভাবে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন দেয়। নুর তার দলীয় ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ দলীয় এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে।

এক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম সানু এবং গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার।

গলাচিপা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যে ব্যক্তি দল থেকে বহিষ্কৃত হয়েছেন, সেখানে কর্মীদেরও বহিষ্কৃত হওয়াটা স্বাভাবিক। তবে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। আমাদের অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই। আমরা হাসান মামুনের সাথেই আছি।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, ‘দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটির বিলুপ্তির কাগজ হাতে পেয়েছি। তবে যেহেতু কমিটি বিলুপ্তির বিষয়ে চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি তাই এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top