আইসিসি প্রতিনিধি ঢাকায় আসছেন কেন? উৎসুক ক্রিকেটপ্রেমীরা জানতে চাইছেন, কী আলোচনা হবে দুই পক্ষের আলোচনায়। এ বিষয়ে বিসিবির কোনো পরিচালক এখনই কিছু বলতে চাইছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রভাবশালী পরিচালক ইঙ্গিত দিয়েছেন, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ হয়তো পরিবর্তন হতে পারে। ‘বি’ ও ‘সি’ গ্রুপের মধ্যে দলবদল হতে পারে। সূচি অনুযায়ী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। বাংলাদেশের সব ভারতে। ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি কলকাতায় এবং নেপালের ম্যাচটি মুম্বাইয়ে। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলবে না বলে অনড় অবস্থানে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের দলগুলো স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। উদ্ভূত জটিল পরিস্থিতি সমাধানে হয়তো আইসিসি গ্রুপ পরিবর্তন করে ‘সি’ থেকে বাংলাদেশকে সরিয়ে ‘বি’ গ্রুপে নিতে পারে। এমন সম্ভাবনার কথা বলেন বিসিবির একজন প্রভাবশালী পরিচালক, ‘বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি এমন হয়, তাহলে হয়তো টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে খেলবে।’ বাংলাদেশ বরাবরই শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার কথা বলে এসেছে।
বাংলাদেশের গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। ‘বি’-তে স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। ‘বি’ গ্রুপের পাঁচ দল থেকে যেকোনো একটিকে সরিয়ে হয়তো বাংলাদেশের বর্তমান গ্রুপে নিয়ে আসবে। এ ক্ষেত্রে কোনো দলের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা বেশি? বিসিবি কিংবা আইসিসি কেউই কোনো ইঙ্গিত দেয়নি। ক্রিকেটপাড়ায় গুঞ্জন, অস্ট্রেলিয়ার গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদি অস্ট্রেলিয়াকে ‘সি’ গ্রুপে নেওয়া হয়, তাহলে তিন বিশ্বচ্যাম্পিয়ন খেলবে একই গ্রুপে। এ ক্ষেত্রে গ্রুপ পরিবর্তনে অস্ট্রেলিয়া নয়, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের যেকোনো একটি দলের সম্ভাবনা রয়েছে। কারণ র্যাঙ্কিং অনুযায়ী আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের সম্ভাবনাই বেশি। ‘বি’ গ্রুপের সব খেলাই শ্রীলঙ্কার কলম্বো ও পাল্লেকেলেতে। কোনো দলকে গ্রুপ পরিবর্তন করা হতে পারে এ বিষয়ে বিসিবি পরিচালক বলেন, ‘কোন দলকে গ্রুপ পরিবর্তন করাবে, সেটা তো আইসিসির বিষয়। তবে একটি বিষয় পরিষ্কার, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না।’




