গাজীপুর পূবাইলে কারখানার কাজে বাঁধা প্রধান ও চাঁদাবাজির অভিযোগ

admin গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইল থানায় একটি নবনির্মিত প্লাস্টিক কারখানায় হামলার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় প্লাস্টিক কারখানার এক কর্মকর্তা থানায় অভিযোগ দায়ের করেছেন।

সূত্র মতে জানা যায়, মোঃ ফিরোজ (৫০), পিতা-মৃত তাজুল ইসলাম, মাতা-আনোয়ারা বেগম, সাং-মেঘডুবি (পশ্চিমপাড়া), ওয়ার্ড নং-৪০, থানা-পূবাইল, গাজীপুর মহানগর, গাজীপুর— তিনি ‘লতা হারবাল ফ্যাক্টরি’র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটি সম্প্রতি মেঘডুবি বড়বাড়ী এলাকায় প্লাস্টিক কারখানা নির্মাণ কাজ শুরু করে।

অভিযোগে বলা হয়, ওই এলাকার বাসিন্দা নাঈম (৩২), আব্দুল মান্নান (৬০) ও রানু বেগম (৫৫)সহ অজ্ঞাতনামা ৭-৮ জন দলবদ্ধ হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা নির্মাণ কাজে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় তারা প্রতিষ্ঠানটির মালিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া গাড়ির ভেতরে থাকা ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শ্রমিকদের বেতন বাবদ নগদ অর্থ লুটে নেয়া হয়।

অভিযোগকারী ফিরোজ আরও দাবি করেন, বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে কারখানার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিরুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top